Friday, August 7, 2020

সুখ

উদ্ধৃতি মনন

উদ্ধৃতি বা উক্তি সোজা কথায় যাকে বলা হয় কোটেশন  আমরা সাধারণতঃ বিখ্যাত মনীষীদের কাছ থেকে নিয়ে থাকি। কোটেশন আমাদের জীবনের লক্ষ্য পথকে ছোট বা কম করেনা কিন্তু সেই পথকে আলোকিত করে ও সুগম করে। কিন্তু বিখ্যাত মনীষীদের যেমন জীবন পথে উপলব্ধি রয়েছে এবং তার প্রকাশ,প্রতিটি মানুষের তা রয়েছে এবং কখনো কখনো অতি বিস্ময়কর ফ্লেভারে ।আমাদেরপ্রত্যেকের জীবন পথের উপলব্ধির স্বাদ গন্ধ  ভিন্ন ভিন্ন, যেমন প্রত্যেকের আঙুলের ছাপ আলাদা আলাদা।
           আসুন আমরা উপলব্ধির কোটেশন দু তিন বা পাঁচ লাইনে এই ব্লগের মাধ্যমে লিখি। সম্পুর্ণ নিজস্ব দর্শন। নিজস্ব আঙ্গিকে। কারোর ধার করা পথ নয় নিজস্ব জীবন পথের সার। অনেক দুর্বোধ্য কবিতা তো লিখলাম। এবার একটু প্রাঞ্জল অনুভব share করি।

আপনার আমার মেল duttasubal@gmail.com কিংবা আমার ফেসবুকের টাইম লাইনে বাংলাতে লিখে পাঠান। এই ব্লগে আমরা সবাই আমরা নিজেদের উক্তি লিখি।
http://subaldutta.blogspot.in/ এই site খুললে পড়তে পাবেন। কিন্তু এখন পাতা ভরাতে হবে। তারপর । 

এবারের বিষয় ---- সুখ     

Thursday, July 20, 2017

উদ্ধৃতি মনন 

উদ্ধৃতি বা উক্তি সোজা কথায় যাকে বলা হয় কোটেশন  আমরা সাধারণতঃ বিখ্যাত মনীষীদের কাছ থেকে নিয়ে থাকি। কোটেশন আমাদের জীবনের লক্ষ্য পথকে ছোট বা কম করেনা কিন্তু সেই পথকে আলোকিত করে ও সুগম করে। কিন্তু বিখ্যাত মনীষীদের যেমন জীবন পথে উপলব্ধি রয়েছে এবং তার প্রকাশ,প্রতিটি মানুষের তা রয়েছে এবং কখনো কখনো অতি বিস্ময়কর ফ্লেভারে ।আমাদেরপ্রত্যেকের জীবন পথের উপলব্ধির স্বাদ গন্ধ  ভিন্ন ভিন্ন, যেমন প্রত্যেকের আঙুলের ছাপ আলাদা আলাদা। 
        আসুন আমরা উপলব্ধির কোটেশন দু তিন বা পাঁচ লাইনে এই ব্লগের মাধ্যমে লিখিসম্পুর্ণ নিজস্ব দর্শন। নিজস্ব আঙ্গিকে। কারোর ধার করা পথ নয় নিজস্ব জীবন পথের সার। অনেক দুর্বোধ্য কবিতা তো লিখলাম। এবার একটু প্রাঞ্জল অনুভব share করি। 
আপনার আমার মেল duttasubal@gmail.com কিংবা আমার ফেসবুকের টাইম লাইনে বাংলাতে লিখে পাঠান। এই ব্লগে আসুন আমরা সবাই আমরা নিজেদের উক্তি লিখি।  
http://subaldutta.blogspot.in/ এই site খুললে পড়তে পাবেন। কিন্তু এখন পাতা ভরাতে হবে। তারপর । 
এবারের বিষয় ---- সুখ     
আপনি আপনার ফেস বুক ফ্রেন্ডস এর সাথে প্লীজ শেয়ার করুন
---------------------------------------------------------------------------------------------------------------- 
সুখ কি ? তার সজ্ঞা কে কিভাবে দিয়েছেন? 
ভগবান বুদ্ধ বলেছেন ,যে নিজের মনকে কন্ট্রোল করতে পারে সে জানে সুখ কি। সেই সুখী যার প্রজ্ঞা সকলকে সুখ দিতে পারে। 
জর্জ স্যান্ড --'একটিই মাত্র সুখ এই জীবনে এই পৃথিবীতে আছে । ভালোবাসো আর ভালোবাসা পাও'। 
উমর খৈয়াম-প্রতিপলে তুমি সুখী থাকো। ক্ষণই তোমার জীবন। 
কিন্তু এই ভীষণ দ্রুত জীবনপথে মূহুর্তে মূহুর্তে অনিশ্চয়তার বাঁকে কেউ কি অসতর্ক হয়ে থমকে গিয়ে ভাবতে পারছেন? তাইতো? আমি কি সুখী? কেমন সুখী?
এই এখনকার প্রাজ্ঞদের কেউ কেউ এবার এখানে নিজেদের উপলব্ধিতে বলছেন সুখের আসল রূপের কথা। খুব কম কথায় গভীর বোধ। এবার বলুন।

দীপশিখা পোদ্দার- (সম্পাদক একমাত্র)-সুখ এক অত্যন্ত নিভৃত অনুভব। এক অত্যাশ্চর্য পরশ। কিন্তু তাকে চিনতে পারা বড় কঠিন কাজ। মানুষ জীবনে কত যে সুখের উপাদান অবহেলায় মাড়িয়ে চলে যায়। খুব ছোট ছোট পাওয়া হয়তো চোখেই পড়ে না। তার ভিতরেই সুখকে খুঁজে পাওয়া যায়। আসলে সুখ অনুক্ষণ আমাদের পাশে পাশেই থাকে। আমাদের অনুভবের অক্ষমতায় তার সঙ্গে দেখা হয় না। 
সম্পাদক মণিমালার দেশে- সুখ কোথায় থাকে সবাই জানে তার ঠিকানা/সবার জন্যে আছে দুয়ার খোলা নেইতো যেতে মানা...

Thursday, September 1, 2016

চাবি
চাবি গো চাবি
চাবি
চাবি ও আমার
চাবি
প্রিয় মাথা খাও
রাগী
হাত পা ওলা এক
সুখী
জন্তু হয়েছি
ন্যাড়া
শূন্য মরা কালো
পোড়া
অতীত আমার ছিলো
তাকে
অন্ধকারে বেঁধে
কাকে
মুক্ত করেছি !
চাবি
তোমায় ছুঁড়ে ফেলি ?
চাবি
দয়া করো দয়া
ফিরে
এসো না আর হাতে
ফিরে
আর এসো